রানারের সাথে সহজ

২৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৪১  
সড়ক নিরাপত্তা নিয়ে রাইডার ও যাত্রী সবার জন্য নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে ‘সেফটি সবার জন্য’ প্রচারণার উদ্বোধন করেছে সহজ রাইড। এরই অংশ হিসাবে রানার অটোমোবাইলসের সাথে একাত্ম হয়ে সহজ রাইডারদের মধ্যে ৩ হাজার হেলমেট বিতরণ শুরু হয়েছে। সূত্রমতে, প্রথম পর্যায়ে রাজধানীর গুলশান, বনানী, এয়ারপোর্ট রোড, হাতিরঝিল, ধানমন্ডি, ঢাকা বিশ্ববিবিদ্যালয় এলাকা, নীলক্ষেত, তেজগাঁও এবং কমলাপুর এ ১০টি ব্যস্ত একালায় ১৬ দিনব্যাপী এই ক্যাম্পেইন পরিচালনা করা হবে। সহজের লিড মার্কেটিং ম্যানেজার মুহাইমেন সিদ্দিকী এবং রানার অটোমোবাইলসের মার্কেটিং ডিরেক্টর আমিদ সাকিফ খান এই কর্মসূচীর উদ্বোধন করেন।